২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
ফেনীতে রিক্সা মালিক-চালকদের সচেতনতামূলক সমাবেশ নির্ধারিত ভাড়ায় বামপাশে  রিক্সা চালানোর অঙ্গীকার
  • Updated Nov 06 2023
  • / 431 Read

 

স্টাফ রিপোর্টার: 
ফেনী পৌর এলাকায় সকল রিক্সা মালিক ও চালকগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফেনী পৌরসভার আয়োজনে জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ফেনী পৌর রিক্সা মালিক সমিতির সহযোগিতায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান। পৌর রিক্স মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল হাসেমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।  
ফেনী পৌর রিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নয়নের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক ফেনী সম্পাদক আরফুল আমিন রিজভী, দৈনিক আমার ফেনীর সম্পাদক জমির বেগ, দৈনিক এবেলার সম্পাদক যতন মজুমদার, দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, সময় টেলিভিশনের সিনিয়র সহকারী রিপোর্টার আতিয়ার সজল এবং যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরিফুর রহমান। এসময় জেলা শ্রমিক লীগ’র সভাপতি জালাল উদ্দিন হাজারীসহ পৌর রিক্সা মালিক সমিতি ও শহরের চলাচলরত বিপুল সংখ্যক রিকশাচালকরা উপস্থিত ছিলেন।   
সমাবেশে চালক-মালিক ও যাত্রীদের বিভিন্ন বিষয় সংক্রান্ত আইন নিয়ে আলোচনা করেন বক্তারা। 

 


ডান পাশে রিক্সা চালিয়ে যানজট সৃষ্টি করবেন না
-পুলিশ সুপার

ফেনী পুলিশ সুপার জাকির হাসান বলেছেন, রিক্সা ভাড়া নিয়ে ফেনীর বিভিন্ন স্থানে প্রতিনিয়তই যাত্রীদের সাথে চালকদের মারামারি ও তর্কবিতর্ক সৃষ্টি হতো। বিষয়টির সমাধান করতে ফেনী পৌরসভার মেয়র রিক্সা মালিক ও ফেনীর সুশীলদের নিয়ে আলোচনা করে শহরের বিভিন্ন রুটে রিক্সা ভাড়া নির্ধারণ করে দিয়েছেন। আশা করি এরপর থেকে রিক্সা চালকদের সাথে যাত্রীদের আর কোন ঝামেলা হবেনা। গতকাল ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত রিক্সা চালক-মালিকদের সমাবেশে পুলিশ সুপার এসব কথা বলেন। 
এসপি বলেন, ফেনীতে রিক্সা চুরি হওয়ার বিষয়ে আমরা মাঝে মধ্যেই অভিযোগ পাই। এজন্য রিক্সা ভাড়া দেয়ার সময় আপনারা তার আইডি কার্ড নেবেন। অনেক সময় তারা অন্যত্র অপরাধ করে ফেনীতে এসে রিক্সা চালকের পেশায় ঢুকে যেতে পারে। এসব বিষয় রিক্সা মালিকদের অবশ্যই সতর্ক হতে হবে। 
এসময় তিনি বলেন, আমি দেশের বিভিন্ন জেলায় চাকুরী করেছি। কিন্তু কোথায়ও রাস্তার ডানপাশে রিক্সা চলাচল করতে দেখিনি। এটি শুধু ফেনীতেই দেখেছি। ডান পাশে রিক্সা চলাচলের কারণে শহরে যানজট নিয়ন্ত্রণ করা কষ্টকর হয়ে যাচ্ছে। তাই সবাইকে ট্রাফিক আইন মেনে চলাচল করতে হবে। তাহলেই একটি সুন্দর শহর সবাই উপভোগ করতে পারবেন। 

 


বিপদে-আপদে আমাকে কাছে পাবেন
-মেয়র, ফেনী পৌরসভা

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেছেন, ফেনী পৌরসভায় চলাচলকারী সকল রিক্সা রাস্তার বাম পাশে চালাতে হবে। ফেনী শহরের বিভিন্ন রুটে রিক্সা ভাড়া নির্ধারণ করে দেয়া হয়েছে। এটি আমি একা করিনি। আপনারা খেটে খাওয়া মানুষ। কস্ট করে সৎ উপার্জনের মাধ্যমে সংসার চালান। আমি আপনাদের কথা খেয়ালে রেখেই রিক্সা মালিক ও সুশীল সমাজের ব্যক্তিদের সাথে আলোচনা করে রিক্সা ভাড়া নির্ধারণ করেছি। আশা করি আপনারা এই নির্ধারিত ভাড়া মেনে নিয়ে শহরে রিক্সা চালাবেন। ফেনী পৌর এলাকায় শিঘ্রই ব্যাটারী চালিত রিক্সা পুরোপুরি নিষিদ্ধ করা হবে। রাস্তায় চলাচলের সময় অবশ্যই আপনাদের বিশেষ কোট পরে থাকবেন। তিনি গতকাল সকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রিক্সা চালক-মালিকদের সচেতনতামূলক সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
এসময় তিনি বলেন, আমি পূর্বেও রিক্সা চালকদের সাথে ছিলাম; আগামীতেও থাকবো। আপনারা কেউ অসুস্থ হলে; অথবা কোন সমস্যা হলে আমাকে জানাবেন। আমি আপনাদের পাশে থাকবো। আপনাদের কেউ ফেনীতে মারা গেলে আমি আপনাদের দাফন-কাফনের ব্যবস্থা করবো। শুধু আপনারা শহরে আইন মেনে চলবেন। সব সময় আপনারা আমাকে কাছে পাবেন। 
  
  

Tags :

Share News

Copy Link

Comments *